বিভিন্ন বাংলাদেশ দূতাবাস /হাইকমিশন হতে পররাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে আবেদন দাখিলের পর নাগরিকত্ব আইন/বিধি/পরিপত্র অনুসরণে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সনদপত্র ইস্যু করা হয়। বাংলাদেশ নাগরিকত্ব পরিত্যাগের আবেদন অনুমোদিত হলে বাংলাদেশী মূল পাসপোর্ট সুরক্ষা সেবা বিভাগে জমা দিতে হবে।
৫,০০০/- টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় নম্বর-১-৭৩০১-০০০১-২৬৮১ কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা