শর্তাবলী

ব্যবহারের শর্তাবলি

মাইগভ বাংলাদেশ প্ল্যাটফরমে আপনাকে স্বাগতম। অনলাইনে সেবার আবেদন গ্রহণ, আবেদনের সর্বশেষ অবস্থা জানানো এবং সর্বোপরি জনভোগান্তি হ্রাসের উদ্দেশ্যে এই প্ল্যাটফরম প্রস্তুত করা হয়েছে। নাগরিক, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ এই প্ল্যাটফরমের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্তাবলি মেনে চলতে হবে, যা আপনি এই সাইটে প্রবেশ করা মাত্রই প্রযোজ্য।

শর্তাবলি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাইগভ প্ল্যাটফরমে লিংককৃত অন্যান্য সাইটের কোন তথ্যের জন্য কোন ধরণের আর্থিক সহায়তা প্রদান করে না।
  • এই ওয়েবসাইটের তথ্য এবং লিংককৃত ওয়েবসাইটের তথ্য ব্যবহার করার ফলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কোন ক্ষতির সম্মুখীন হলে তার জন্য কোন দায়দায়িত্ব এই কার্যালয় গ্রহণ করবে না।
  • এই ওয়েবসাইটের কর্মকাণ্ডের কোনো ধরনের অবিচ্ছিন্নতার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিশ্চয়তা প্রদান করবে না।
তথ্যের কাজ এবং প্রিন্ট

এই প্ল্যাটফরমের সকল ব্যবহারকারী ওয়েবসাইটে প্রদর্শিত সকল তথ্যের কোন রকম পরিমার্জন, সংযুক্তিকরণ এবং সংশোধন ব্যতীত প্রিন্ট করতে পারবেন। কিন্তু এই প্ল্যাটফরমে প্রকাশিত কোন তথ্য যা বাংলাদেশ সরকারের নয়, এবং যাতে অন্য কোনো সংস্থার কপিরাইট রয়েছে সেক্ষেত্রে সে সংস্থার অনুমতি গ্রহণ করতে হবে।

অন্যান্য ওয়েবসাইটের সঙ্গে সংযোগ

এই প্ল্যাটফরমের সঙ্গে অন্যান্য যে সকল ওয়েবসাইটের সংযোগ রয়েছে যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক পরিচালিত নয় কিংবা এর নিয়ন্ত্রণাধীন নয় এই ধরনের সংযোগকৃত ওয়েবসাইটের কনটেন্ট এবং তা সবসময় কার্যকর ও হালনাগাদ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

প্রবেশাধিকার

কোন বিশেষ ব্যক্তি অথবা ইন্টারনেট থেকে ব্রাউজকৃত কোনো বিশেষ ঠিকানাকে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীত এ প্ল্যাটফরমে প্রবেশাধিকারের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিবেচনায় নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে।

myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.