তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাইগভ র্যাপিড ডিজিটাইজেশনের মাধ্যমে ৩০৩ টি সেবা ডিজিটাল প্লাটফর্মে নেওয়া হচ্ছে। মাইগভ ডট বিডি তে গিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় পেইজে প্রবেশ করলে পাওয়া যাচ্ছে ৩০৩ টি সেবা, যার অধিকাংশ সেবাই হচ্ছে সরকারের তরফ থেকে জনগণের সেবার জন্য।
এছাড়াও আরও কিছু সেবা রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মাইগভ র্যাপিড ডিজিটাইজেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩০৩ টি ডিজিটাইজেশন সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সেবাগুলোর মধ্যে রয়েছে জিটিজি, জিটিসি এবং জিটিবি সেবা। সেবার এই তিনটি ক্যাটাগরি ভাগ করে সাংস্কৃতিক মন্ত্রণালয় ৩১১ টি সার্ভিস খুঁজে বের করে আজ উদ্বোধন করা হলো।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাধারণ জনগনকে এই সেবা পেতে হলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসে যেতে হতো। এর ফলে সাধারণ জনগণের অনেক সময় নষ্ট হতো, অর্থ অপচয় হতো। বিভিন্ন সেবা গ্রহণের অনিয়মের সম্ভাবনা থেকে যেত।
এই ৩০৩ টি সেবা চালু হওয়ায় জনসাধারণ খুব সহজেই তাদের প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, অতিরিক্ত সচিব অসীম কুমার দে ও এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।